বাংলাদেশিরা নিরাপদে আছেন : দূতাবাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৫:৫০ অপরাহ্ন
আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার রাতের এ ভূমিকম্পে মরক্কোতে অবস্থানরত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানিয়েছে রাবাতের বাংলাদেশ দূতাবাস।
রাবাতের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উম্মুল হুসনাইন গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক হোয়াটসঅ্যাপ টেক্স করেন। সেখানে জানানো হয়, এখন পর্যন্ত আমাদের বড় স্বস্তি এটাই যে, আমরা দেখেছি সব বাংলাদেশি প্রবাসী নিরাপদে আছেন।
তিনি জানান, তারা মরক্কোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে যেকোন ধরনের সহায়তা দিতে সতর্ক অবস্থানে আছেন।
তিনি আরও জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি তাদের তালিকাভুক্ত আছেন। তারা মরক্কোর বিভিন্ন অঞ্চলে বসবাস করেন। তাদের মধ্যে ব্যবসায়ী, কম্পিউটার প্রকৌশলী এবং স্বল্প বেতনের বিভিন্ন চাকরি করেন এমন বাংলাদেশিরা আছেন।