বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের প্রতি জেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫০:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে তারা তাদের এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছার জবাবে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তাদের হাত ধরে সিলেটে আওয়ামী যুবলীগের ভিত আরও মজবুত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরও বেশী শক্তিশালী হবে বলে মন্তব্য করেন।
তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন তৎপরতা তৃণমূলের মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান।
যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানানোর পর ঢাকার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
গতকাল রোববার দুপুরের দিকে নেতৃবৃন্দ বনানী গোরস্থানে পৌঁছান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও বেগম আরজু মনিসহ ১৫ আগস্টে নিহত সকলের কবরে শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এসময় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।
এর আগে নেতৃবৃন্দ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আওয়ামী যুবলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত ও সাংগঠনিক সম্পাদক ড. রেজাউল কবির রকির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সিলেট জেলা যুবলীগের সভাপতি, ওসমানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য শামিম আহমদের নেতৃত্বে এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম উদ্দিন, সামস উদ্দিন সামস, শামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, মনির মিয়া, মনোজ কাপালী মিন্টু, এস.এম শাইস্থা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ত্রাণ সম্পাদক আবুল হাসান কাশেম, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক এস আর রুমেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়,,ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহ-সম্পাদক আঃ মান্নান দুলাল, কিবরিয়া মিয়া, মহিউদ্দিন মহি, মোঃ মুমিনুল ইসলাম, এমাদ উদ্দিন, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, শাহিদুর রহমান সাহেদ, কাজী মোঃ শাহজাহান, ইউসুফ হোসেন চৌধুরী, সদস্য এনামুল হক এনাম, মির্জা শেরওয়ান, সায়েম শাহ, শামীম খান,মামুন পারভেজ, সাগর রায়, জহিরুল ইসলাম তুহেল, রাশেদ পারভেজ লাভলু, মোঃ এস.এম দেলোয়ার রুনেল,আনসার উদ্দিন, সোহেল আহমদ রিপন, হামজা হেলাল, জাকারিয়া উল হক, ওবায়দুল্লা ইসহাক, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রাসেল আহমদ,সালেহ আহমদ, মিজানুর রহমান চৌধুরী, কুতুবউদ্দিন, বিল্লাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, দিদারুল আলম নিমু, মিছলু আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী মোহাম্মদ আলা উদ্দিন, আব্দুর রহমান,রাসেল আহমদ,জৈন্তপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, কুতুব উদ্দিন, শাহিন আহমদ, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক এস এম মাহবুবুল আম্বিয়া, আল আমিন আম্বিয়া সুমন, গোলাম মস্তফা রাসেল, আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ ২৩ বছর পর গত ২ সেপ্টেম্বর সিলেট জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।-বিজ্ঞপ্তি