প্রতিনিধি সভায় সেলিম উদ্দিন
দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৩:১৫ অপরাহ্ন
জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আলহাজ্ব মো. সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়নের কথা ভুলে নি। তারা এখনও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির রেষারেষির কারণে দেশের মানুষ আজ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।’
তিনি গতকাল রোববার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে দলের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দলের চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মাহমুদ আলী, মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, জেলা কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী।
দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জকিগঞ্জ উপজেলার মোস্তফা কামাল, ওসমানীনগর উপজেলার শেখ আসাদুজ্জামান জুবায়ের, মকবুল হোসেন, লুৎফুর রহমান, আশরাফ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলার মামুনুর রশিদ মামুন, কানাইঘাট উপজেলার আব্দুর রহমান বারাকাত, নুরুল আমিন চৌধুরী, বাবুল আহমেদ, কাজল আহমেদ, বালাগঞ্জ উপজেলার এডভোকেট মইনুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার এস এ মালেক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সুহেল ইসলাম, সাহেল রাজা, সুনাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার ইসমাইল আলী আশিক, বিয়ানীবাজার উপজেলার আব্দুল আহাদ চৌধুরী, আনিসুজ্জামান বাবলু, বিশ্বনাথ উপজেলার আরশ আলী বাবুল, এস এম শামীম আহমদ, জয়নাল আবেদীন, মঞ্জুর আহমদ আরিফ, কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফর মিয়া, গোয়াইনঘাট উপজেলার ফারুক আহমদ, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার শাখার আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, জাপা নেতা মৌলভী আবুল কালাম দুলাল, যুব সংহতি নেতা হাসান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি