সেল্টা সদস্যদের মধ্যে মেম্বারশীপ সার্টিফিকেট বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৩:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেনিং ইন্সটিটিউট সমূহের সম্মিলিত সংগঠন সেল্টা’র অন্তর্ভূক্ত ৪০ এর অধিক সদস্য প্রতিষ্ঠানকে মেম্বারশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এডভোকেট খালেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো: মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ব্রিটিশ কাউন্সিল সিলেটের হেড কাফিল হোসেন চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও ফ্যাকড-ক্যাব সিলেট চাপ্টারের প্রেসিডেন্ট ফেরদৌস আলম।
এইচ এম আব্দুল্লাহর তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এবং কামরুল হক জুয়েলের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেল্টার সেক্রেটারি সুলতান আহমদ। এছাড়াও অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের এর এক্সামিনেশন সার্ভিসের ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ এর পাশাপাশি বক্তব্য রাখেন মাহবুব লস্কর, শওকত এমরান, এমরান, মঈন উদ্দিন আহমেদ, রায়হান হোসাইন খান, নুর মোহাম্মদ, হাসান পারভেজ, বিলাল আহমেদ, আমিনুল ইসলাম, হাসান খান, আব্দুল কাদির সুমন, জাহিদ আহমেদ, বিপ¬ব, ঈমাদ উদ্দিন, নাজমুল নাবিল, সপ্নিল আরাবি, জহিরুল ইসলাম, জামিল আহমেদ প্রমুখ।