ডাক ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৪তম প্রয়াণ দিবস আজ মঙ্গলবার। এ উপলক্ষে শাহ্ আবদুল করিম পরিষদের আয়োজনে বাউল স¤্রাটের নিজ বাড়ি দিরাই উপজেলার উজানধল গ্রামে ‘দোয়া ও করিম গীতি আসর’র আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।