‘লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলুন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫:২৭ অপরাহ্ন

লোডশেডিং ও বিদ্যুৎ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সিপিবি সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি জাকির আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলার আহবায়ক উজ্জল রায়, বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা, সিপিবি জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক খায়রুল হাসান, বাংলাদেশ জাসদ মহানগর শাখার নাযাদ কবির, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মলয় দেব। যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, বিদ্যুতের লোডশেডিংসহ বিদ্যুৎ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাম প্রগতিশীল ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে দূর্বার গণআন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহবান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি