দক্ষিণ সুরমার গোপশহরে মুখোশপরা ডাকাত দলের হানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় এক আলেমের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশ পরা ডাকাতরা গোপশহর এলাকার মাওলানা ইউসুফ আলীর বাড়িতে হানা দিয়ে পরিবারের লোকজনকে মারধর করে মূল্যবান মালামাল লুটে নিয়েছে। গতকাল সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাওলানা ইউসুফ আলীর বাড়িতে ৯-১০ জনের মুখোশ পরা ডাকাত দল হানা দেয়। ঘরের সামনের দরজা ভেঙে ডাকাত দল ওই ব্যক্তির ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা ইউসুফ, তার মা ও স্ত্রী এবং দুই ভাইকে বেধড়ক মারধর করে। আহত ইউসুফ আলী ও তার দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের একটি দল।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।