জেলা মহিলা আওয়ামী লীগের শোকসভা
নীনা চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী ———-সৈয়দা জেবুন্নেছা হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১:২৫:২৭ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, ‘সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নীনা চৌধুুরীর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ একজন নেতা ও অভিভাবককে হারিয়েছে। নীনা চৌধুরী ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেত্রী। তিনি দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী। তাঁর নেতৃত্ব ও কাজ আমাদের জন্য অনুকরণীয়। সিলেট আওয়ামী লীগ তাঁর শূন্যতা অনুভব করবে।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সহধর্মিণী সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নীনা চৌধুরী স্মরণে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা
মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সাবেক মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, বিলকিস নূর, মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা বেগম, বিয়ানীবাজার মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমা চক্রবর্তী, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা বেগম, সালমা বেগম, জাহুরা বেগম, শামসুন্নাহার, নাজমা খানম চৌধুরী, সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা চৌধুরী, ডানিয়া চৌধুরী, শামীমা আক্তার ঝিনু, জোছনা দাশ, অর্পণা বণিক, শিবলী বেগম, নাফিয়া বেগম, সেলি দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসিমা আক্তার কণা ও পবিত্র গীতা পাঠ করেন মাধবী ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন আছিয়া খানম চৌধুরী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালানা করেন হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম। বিজ্ঞপ্তি।