কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে সিঁধ কেটে চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:১১:৫৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ কোম্পানীগঞ্জে প্রবাসীর বসতঘরে সিঁধ কেটে লক্ষাধিক টাকার মালপত্র চুরি করেছে চোর দল। গত সোমবার দিবাগত রাতে দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর গ্রামে প্রবাসী গিয়াস উদ্দিনের বসতঘরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাতের কোনো এক সময় গৌরিনগর গ্রামের সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে এক দল চোর। এসময় সিলিন্ডারসহ গ্যাসের চুলা, তিনটি বিদেশি কম্বল, ১৭ পিস শাড়ি-থ্রিপিস, ৩০ কেজি চাল, আধা ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে যায়।
গিয়াস উদ্দিনের স্ত্রী রোশনা বেগম জানান, ঘটনার রাতে ঘরে কেউ ছিল না। এক ছেলে ও দুই মেয়েসহ তিনি বাপের বাড়ি ফেদারগাঁও ছিলেন। স্বামী সৌদি আরব প্রবাসী। খবর পেয়ে সকালে তিনি গৌরিনগরে শ্বশুরালয়ে যান।
একই রাতে পার্শ্ববর্তী সৌদি প্রবাসী তাজ উদ্দিনের ঘরে সিঁধ কেটে ঢোকার চেষ্টা করে চোর দল। এ সময় ঘরের লোকজন টের পেলে পালিয়ে যায় চোরেরা।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, বিষয়টি থানা পুলিশকে কেউ জানায়নি।