শায়েস্তাগঞ্জে স্প্রে পার্টির ৪ সদস্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৩:৩৫ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে পার্টির ৪ সদস্যকে পুলিশ আটক করেছে। গত শনিবার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামালের নেতৃত্বে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় ওই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ঘাটাইল গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র হযরত আলী, শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের সুমন মিয়া, শাহিন মিয়া ও জামাল মিয়া।
জানা যায়, মাসাধিককাল ধরে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে একদল দুর্বৃত্ত চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরের লোকজনকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। এরা চেতনানাশক স্প্রে প্রয়োগ করে প্রায় অর্ধশতাধিক বাসা বাড়িতে লুটপাট চালায় । আবার কোনো কোনো বাড়িতে স্প্রে প্রয়োগ করে ব্যর্থ হয়। এ নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এতে অতিষ্ঠ হয়ে শায়েস্তাগঞ্জবাসী মানববন্ধন করার প্রস্তুতি নেন। পরে প্রশাসনের আশ্বাসে মানববন্ধন স্থগিত করা হয়।
এদিকে, পুলিশ সুপার এসএম মুরাদ আলি সম্প্রতি সংবাদ সম্মেলনে শায়েস্তাগঞ্জের স্প্রে আতঙ্কের বিষয়টি আলোচনা করেন এবং স্প্রে পার্টির সদস্যদের নির্মূলের আশ্বাস দেন। এরপর থেকেই অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, জনপ্রতিনিধি স্থানীয় জনগণকে নিয়ে বিভিন্নস্থানে অবস্থান নেয়া হয়। এরপরও উপর্যুপরি স্প্রে নিক্ষেপ চলতেই থাকে। প্রতিটি পাড়া, মহল্লায় পুলিশসহ স্থানীয়রা পাহারা দিতে থাকেন। এরই মধ্যে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।
ওসি নাজমুল হক কামাল জানান, তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে রিমান্ডে আনা হবে। এ ছাড়া এখন থেকে তাদের আটকের জন্য পুলিশের চিরুনি অভিযান চলবে।