রাজনগরে শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার গাছের চারা বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:১৯:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : রাজনগরে ক্ষুদে শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৩৯০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হীড বাংলাদেশের মুন্সিবাজার কার্যালয়ে এসব ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও হীড বাংলাদেশের ব্যবস্থাপনায় উপজেলার পাঁচগাঁও, মুন্সিবাজার, রাজনগর ও মনসুরনগর ইউনিয়নের ৪ হাজার ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে এসব চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে রাজনগরের মুন্সিবাজারে গাছের চারা বিতরণ কর্যক্রমের সূচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, হীড বাংলাদেশের আঞ্চলিক হিসাব রক্ষক লিন্টু বৈদ্য, সমন্বয়ক আমিনুল হক, নাজিদুর রহমান, লনী, দেবনাথ, বিপ্লব সামন্ত ও দুলাল হালদার, মুন্সিবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ তালুকদার, ইউপি সদস্য মো. লিটন মিয়া। ওইদিন সকালে পাঁচগাঁও ইউনিয়নে গাছের চারা বিতরণে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও হীড বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।