সিলেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে ইবনে সিনা হাসপাতাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ৯:২১:০৮ অপরাহ্ন
ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এন এম তাজুল ইসলাম বলেছেন, আমাদের ব্যবসা-বাণিজ্য হতে হবে মানুষের কল্যাণে। ইবনে সিনা হাসপাতাল আর্তমানবতার কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।
গত সোমবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন, মানবসেবার ব্রত নিয়ে যাত্রা হয়েছিল ইবনে সিনার। সে লক্ষ্যে এগিয়ে চলছে সকলের প্রিয় এ প্রতিষ্ঠানটি। ইবনে সিনার চিকিৎসকরা রোগীদেরকে কাউন্সিলিং করে রোগের কারণ ও প্রতিকারসহ সার্বিক সেবা প্রদান করে যাচ্ছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান ও আব্দুল কাদির খান।
হাসপাতালের এজিএম মো. ওবায়দুল হক, ব্যবসায়ী কল্যাণ পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল আহাদ ও মহানগরীর সেক্রেটারি নাজমুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, মহানগর সভাপতি আব্দুর রহমান রিপন, জেলা সহ-সভাপতি শাহ আহমেদুর রব, সাদ উদ্দিন ও মুফতি নেহাল আহমদ, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ কয়ছর আলী, মহানগরীর সহ-সভাপতি আব্দুল মল্লিক মুনিম ও শিপন খান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ আলী, সেক্রেটারি নিয়াজ মো. আজিজুল করিম প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার মেজর (অব.) আব্দুস সালাম, ডেপুটি ম্যানেজার ও রিকাবীবাজার শাখা ইনচার্জ মোবারক হোসেন, ডেপুটি ম্যানেজার নূরুল হক ও আল আমিন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার মামুন সরকার, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও হেড অব কর্পোরেট মো. শাহেদ আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান ও মাজহারুল ইসলাম মুমিন, এসিস্ট্যান্ট ম্যানেজার (মিরগঞ্জ শাখা) নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার মাওলানা কমর উদ্দিন ও বদরুল ইসলাম। বিজ্ঞপ্তি