শফিক চৌধুরীকে ফের সংসদ সদস্য দেখতে চান যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ-ওসমানীনগরবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৭:০০ অপরাহ্ন

লন্ডন থেকে সংবাদদাতা ঃ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে সিলেট-২ আসনে পুনরায় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ- ওসমানীনগরবাসী। তারা শফিক চৌধুরীকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে অবিহিত করেন।
গত রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ-ওসমানীনগরের অধিবাসীদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শত শত প্রবাসীর উপস্থিতিতে আয়োজিত সমাবেশে বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে বলেন, শফিক চৌধুরীকে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিলে তিনি যে কোন প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হবেন। বক্তারা বলেন, শফিক চৌধুরী সংসদ সদস্য হলে যুক্তরাজ্য প্রবাসীদের পাশাপাশি বহির্বিশ্বের বাঙালিরাও উপকৃত হবেন। তিনি প্রবাসী বাঙালিদের সমস্যা, সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরতে পারবেন।
তারা আরও বলেন, শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের আপনজন, দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন, তাই তিনি প্রবাসী বাঙালিদের সমস্যা বুঝেন এবং জানেন। তিনিই কন্ঠস্বর হয়ে প্রবাসীদের অধিকারের জন্য লড়বেন। বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার আদায়ে তিনি বিগত দিনে জাতীয় সংসদে সোচ্চার ছিলেন, অনেক অধিকারও আদায় করেছেন। প্রবাসী বাঙালিদের সুখ- দুঃখের সাথী হিসেবে, প্রবাসীদের প্রতিনিধি হিসেবে শফিক চৌধুরীকে আবার জাতীয় সংসদে প্রয়োজন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন আনহার মিয়ার সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ এবং জনসংযোগ সম্পাদক রবিন পালের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দীন, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ।
বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক চেয়ারপারসন আজাদ বক্ত চৌধুরী, সাবেক চেয়ারপারসন মশুদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মশনু, হারুনুর রশিদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আনসার মিয়া, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ, আব্দুল হামিদ শিকদার, মানিক মিয়া, সভাপতি মতছির খান, পোর্টসমাউথ আওয়ামী লীগ সভাপতি আছাব আলী, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুছ আলী, নর্থহ্যামটন আওয়ামী লীগের সভাপতি এম এ রুফ, নরউইচ আওয়ামী লীগের সভাপতি ফলিক মিয়া সালিক, লুটন আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রকিব, চেশিয়ার নর্থওয়ল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের লোকমান, উত্তর বিশ্বনাথ কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অধ্যাপক ফরিদ আহমেদ , বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি শাহ জয়নাল আবেদীন , ট্রেজারার আজম খান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক তাজির উদ্দিন মান্নান, সাবেক জয়েন্ট ট্রেজারার আনসার আলী, আওলাদ আলী, সাবেক সহ সভাপতি মানিক খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নূরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুল হক, সৈয়দ এহসান, সাংগঠনিক আব্দুল হেলাল সেলিম,শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল হান্নান, কমিউনিটি নেতা মামুন কবির চৌধুরী, সোনা মিয়া, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, আওয়ামী লীগ নেতা তোরন মিয়া, আব্বাস উদ্দিন, গিয়াস মিয়া, শরীফ আহমদ, দারা মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহ সভাপতি মজনু মিয়া, শামসাদুর রহমান রাহিন, মতব্বর আলী মতব, আফজাল আহমদ, রাজু মনতর, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ ,সাংগঠনিক সম্পাদক বাবুল খান, সাজন খান, আবুল লেইস, আওয়ামী লীগ নেতা এডভোকেট মুজিব, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, কৃষকলীগের সভাপতি তারেক আহমেদ,সাধারণ সম্পাদক এম এ আলী, তাঁতী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক সিজিল মিয়া, সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মোজাহিদ আলী লিটন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সারওয়ার কবির, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়াদ আহমেদ প্রমুখ।