নগরীর ফরিদবাগ এলাকার দৃষ্টিনন্দন গেইট উদ্বোধন
মানুষের ইচ্ছা শক্তি যে কোন কাজ সম্পাদনে উজ্জীবিত করে ———মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৩:১২ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার ঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইচ্ছা শক্তিই যে কোন কাজ সম্পাদনে মানুষকে উজ্জীবিত করে। আমার কার্যকালে আমি সবসময় সিলেটের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। সকলের ভালোবাসা ও সহযোগিতায় কতটুকু সফল হয়েছি সেটা সিলেটবাসী মূল্যায়ন করেছে। এ জন্য আমি সবার নিকট কৃতজ্ঞ।
গতকাল বুধবার বিকালে আম্বরখানা হাউজিং এষ্টেট সংলগ্ন ফরিদবাগ আবাসিক এলাকার দৃষ্টিনন্দন গেইট উদ্বোধন শেষে কাউন্সিলর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তিনি ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মজুমদারী দিঘী সংস্কার করে দৃষ্টিনন্দন করতে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান। খুব শীঘ্রই এর সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি। মতবিনিময়কালে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে রাস্তার উন্নয়নে এলাকাবাসীর জায়গা ছেড়ে দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ জানান। এসময় আবাসিক এলাকা, মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়নে সহযোগিতা কামনা করলে তিনি তাঁর কার্যকালীন সময়ে যথাসম্ভব সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কাউন্সিল শেখ তোফায়েল আহমদ সেপুল, সিসিক নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী জাবেদ আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মতিন চৌধুরী, হাসান চৌধুরী, হাজী শফিক আহমদ, আতাউর রহমান চৌধুরী, শামীম রব চৌধুরী, তেহসিন চৌধুরী, রকিব আহমদ, আলহাজ্জ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দুল বাতিন ফয়সল, এমএ আউয়াল, জিল্লুর রহমান চৌধুরী, ওলায়েত হোসেন লিটন, মুহাম্মদ বিন আব্দুর রসিদ, ইঞ্জিনিয়ার মুর্শেদ আহমদ চৌধুরী, মো:মনিরুজ্জামান, রবি হোসেন রফি প্রমুখ। গেইট উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা লিয়াকত হোসেন।