জৈন্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযান
প্রাইভেট গাড়িসহ ৪৫ লাখ টাকার ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন জব্দ, আটক এক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫:৫৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়িসহ ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কাটাগাং নামক স্থান থেকে মোবাইল সেট, গাড়িসহ তাকে আটক করা হয়। আটক গাড়ির চালক ইউসুফ আলী। প্রাইভেট গাড়ির চালক ইউসুফ আলী নলজুড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাছে সংবাদ আসে প্রাইভেট কারে ভারতীয় মোবাইল সেট পাচার হচ্ছে। এ সংবাদ পেয়ে সিলেট-তামাবিল-জাফলং সড়কে বিভিন্ন প্রাইভেট যানবাহনে তল্লাশি চালানো হয়। কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে পুলিশের সহযোগিতায় একটি প্রাইভেট গাড়ি (সিলেট-খ ১১-০২৯৬) আটক করে থানায় নিয়ে আসা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মার নেতৃত্বে অভিযানে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম (পিপিএম) ও ওসি তদন্ত মো. আব্দুর রবসহ পুলিশের একটি টিম অংশ নেন।
থানায় আটক করে নিয়ে আসা প্রাইভেট গাড়ি তল্লাশি করে ৪টি কার্টুনে মুড়ানো ২৯৭ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এসময় প্রাইভেট গাড়ির চালক ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ভারতীয় মোবাইল সেটের বাজার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা। এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা জানান, আমরা সংবাদ পেয়ে সকালে সিলেট-তামাবিল সড়কে হাইওয়ে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এসময় একটি প্রাইভেট গাড়ি তল্লাশি করে ভারতীয় অবৈধ পণ্য থাকায় গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। গাড়ি’টি তল্লাশি করে ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন সেট জব্দ করা হয়।