দক্ষিণ সুরমায় উত্তরাধিকারী সনদ জালিয়াতি মামলায় দুইজন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০:৫১ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় উত্তরাধিকারী সনদ জালিয়াতি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে জালালপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এসএম মাঈনুল ইসলাম।
পুলিশ জানায়, গত সোমবার জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিদ্দের আলী বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ করে ও আরও দুই তিনজনকে অজ্ঞাত রেখে মোগলাবাজার থানায় উত্তরাধিকারী সনদ জালিয়াতির একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৮, ১১/০৯/২০২৩। ওই মামলায় এজাহারভুক্ত আসামি জালালপুর ইউনিয়নের ইসলামপুর (মুর্তি) গ্রামের খলকু মিয়ার পুত্র সাহেদ আহমদকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জালালপুর বাজারে এসএস কম্পিউটার নামের দোকানে অভিযান চালিয়ে ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আনু মিয়ার ছেলে সাবলু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার দোকান থেকে জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন ও বর্তমান চেয়ারম্যান ওয়েছ আহমদের নামে দুটি সিল জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই জালিয়াত চক্রের আরও যারা আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।