সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
সরকারকে জনগণই পদত্যাগ করতে বাধ্য করবে ———–শামসুজ্জামান দুদু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:০২:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক :বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলনের কিছুই তো এখনো দেখেননি, সামনে দেখবেন আন্দোলন কাকে বলে। এই সরকারকে পদত্যাগ করতেই হবে, পদত্যাগ না করলে জনগণ পদত্যাগ করাতে বাধ্য করবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ‘ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সিলেট মহানগর বিএনপি আয়োজিত লিফলেট বিতরণপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রন্ত হয়ে হাসপাতালে সিট পাচ্ছে না, ঔষধ পাচ্ছে না। এমন অবস্থায় প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সাথে সেলফি তুলেন, ঘনিষ্ট হয়ে ছবি তুলতে ব্যস্ত। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের দুঃখ-দুর্ভোগ নিয়ে তারা উদাসীন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরতে দেয়ার দাবি জানান। দেশে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না বলে তার মন্তব্য।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন বলেন, ‘এই সরকার ডেঙ্গুর চেয়েও আরো ভয়ঙ্কর। তারা দেশটাকে লুটেপুটে খেয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। তিনি বলেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলন চলছে। এই আন্দোলনে জনগণের বিজয় সুনিশ্চিত।’
লিফলেট বিতরণপূর্ব সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট আশিক উদ্দিন আশুক, রেজাউল হাসান কয়েস লোদী, গোলাম রব্বানী, সৈয়দ মিসবাহ উদ্দিন, জিয়াউল হক জিয়া, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মোঃ আমির হোসেন, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, সৈয়দ সাফেক মাহবুব, হুমায়ুন আহমেদ মাসুক, নেওয়াজ বখত তারেক, মাহবুবুল হক চৌধুরী, আফজাল উদ্দিন, দিনার খান হাসু, এডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, ডাঃ মোঃ আশরাফ আলী, আব্দুল ওয়াহিদ সুহেল, রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, তাজ উদ্দিন মাসুম, জয়নাল আহমদ রানু, আব্দুল মালেক, মাহবুব আলম, মোঃ লুৎফুর রহমান চৌধুরী, মির্জা বেলায়েত হাসান লিটন, আব্দুল হাকিম, শেখ কবির আহমদ, মোঃ লুৎফুর রহমান মোহন, শোয়াইব আহমদ সোয়েব, এডভোকেট এজাজ উদ্দিন, শাহীন আলম জয়, আলাউদ্দিন আলাই, শামসুর রহমান সুজা, হাসান মঈন উদ্দিন আহমদ, মোঃ তারেক আহমদ, নাদির খান, খায়রুল হক খায়ের, আব্দুল ওয়াদুদ মিলন, সবুর আহমদ, মোঃ মিজান আহমদ, রাজন মিয়া, আমিনুল ইসলাম, মির্জা সম্রাট, আফসর খান, সুদীপ জ্যুতি এষ, আব্দুল আহাদ, রফিকুল ইসলাম রফিক, রাজীব কুমার দে, সৈয়দ লোকমানুজ্জামান, মিনহাজ পাঠান, সৈয়দ রহিম আলী রাসু, রুবেল বক্স, আলমগীর হোসেন, আব্দুল মান্নান, জমজম বাদশা, রাসেল আহমদ রানা, ছালেক আহমদ, ফরহাদ আহমদ, রাসেল খান, ফাহিম বক্স শিপু, মতিউর রহমান শিমুল, নজরুল ইসলাম, কবির উদ্দিন, সুহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, লিটন আহমদ,কল্লোল জ্যুতি বিশ্বাস জয় প্রমুখ।