মাউন্ট এডোরা হসপিটাল, সিলেটের ক্যাথল্যাবে প্রথমবারের মতো ব্রেইনের স্টেন্টিং (Stenting) সফলভাবে সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৭:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক: গতকাল বৃহস্পতিবার প্রথমবার সাদেকুল ইসলাম চৌধুরী (৫৭) নামের একজন রোগীর ব্রেইনের স্টেন্টিং (Stenting) এর মাধ্যমে চিকিৎসাসেবায় আরও একধাপ এগিয়ে গেলো মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের (ইন্টারভেনশননিউরোলজিস্ট) সহকারী অধ্যাপক ডাঃ এটি এম হাছিবুল হাসান (পরাগ) সিলেটে মাউন্ট এডোরা হসপিটালের ক্যাথল্যাবে নিউরো ইন্টারভেনশন- এনজিওগ্রাফির (DSA) পাশাপাশি সফলভাবে ব্রেইনের স্টেন্টিং (Stenting) চিকিৎসা পদ্ধতি নিয়মিত শুরু করেছেন। এ বিষয়ে ডাঃ এটি এম হাছিবুল হাসান (পরাগ) বলেন- এই রোগীর হার্টে ৩টি ব্লক থাকায় তাঁর বাইপাস অপারেশন জরুরি ছিল কিন্তু রোগীর ব্রেইনের ডান ক্যারোটিডে ৯৮% এবং বাম ভার্টিব্রাল এ ৮০% ব্লক থাকার কারণে আমরা তার ক্যারোটিড এবং ভার্টিব্রালব্লক স্টেন্টিং করার মাধ্যমে খুলে দিলাম। এখন রোগী হার্টের বাইপাস অপারেশনের জন্য শারীরিকভাবে ফিট আছে।
নিউরো ইন্টারভেনশন প্রয়োজন এমন রোগীদের সেবা দানের কথা চিন্তা করে সিলেট তথা দেশবাসীর জন্য স্ট্রোকের আধুনিক চিকিৎসায় মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন থেকে ঢাকার বাইরে সিলেটে স্ট্রোকের রোগীরা সকল ধরনের নিউরো ইন্টারভেনশন চিকিৎসার সুযোগ সুবিধা পাবে।