এবার দক্ষিণ সুরমার টিকরপাড়ায় মুখোশপরা ডাকাত দলের হানা, বাসিন্দারা আতংকে বাড়ির লোকজনকে আহত করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:২২:০৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় ফের ডাকাতির ঘটনা ঘটেছে। গোপশহরে আলেমের বাড়িতে ডাকাতির তিনদিন পর মুখোশপরা ডাকাদল একই কায়দায় হানা দেয় সিলাম ইউনিয়নের টিকরপাড়ায়। ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ইশতেকার গণি তাজেলের বাড়িতে হানা দিয়ে মুখোশপরা ডাকাত দল। তারা বাড়ির লোকজনকে আহত করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ৮-৯ জনের ডাকাত দল বাড়ির গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা লোহার রড, রামদা, ছুরি ও ডেগার দিয়ে বাড়ির লোকজনকে আঘাত করে জনমনে ভীতির সঞ্চার করে। এতে তাজেল গুরুতর আহত হন। ডাকাত দল বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, তিনটি আইফোন, ১টি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাইন উদ্দিন জানান, খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। কাউকে আটকেরও খবর মেলেনি।
প্রসঙ্গত, দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ সুরমা থানাধীন মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামে গত সোমবার ভোররাতে ডাকাতি সংঘটিত হয়। ৯-১০ জনের মুখোশ পরা ডাকাত দল হানা দেয় মাওলানা ইউসুফ আলীর বাড়িতে। ডাকাতরা মাওলানা ইউসুফ, তার মা ও স্ত্রী এবং দুই ভাইকে বেধড়ক মারধর করে মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।