জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযান ভারতীয় মহিষ, গরু ও চিনি জব্দ ॥ আটক ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৫:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুরে পৃথক অভিযানে অবৈধভাবে আসা ভারতীয় মহিষ, গরু ও চিনি জব্দ করেছে পুলিশ। এসব অভিযানের সময় ৪ চোরকারবারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব অভিযান পরিচালিত হয়েছে। সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. স¤্রাট তালুকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ভারত থেকে আনা ১৫টি মহিষ জব্দ করে থানা পুলিশের একটি দল। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন- উপজেলার খারবিল গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইব্রাহিম মিয়া (২২) ও একই গ্রামের শাহলম মিয়ার ছেলে মো. ইয়াসিন আহমেদ (২৩)।
অপর অভিযানে গৌরিশঙ্কর যশপুর এলাকা থেকে ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় জৈন্তাপুর থানা পুলিশ ভারত থেকে আনা ছোট-বড় মোট ১৮টি গরু জব্দ করে। এসময় আরো দুজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন- জৈন্তাপুরের গৌরীশঙ্কর গ্রামের সরাফত আলির ছেলে সোহেল আহমেদ (৩৫) ও ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমেদের ছেলে মো. এখলাস আহমেদ (২২)। এছাড়া, তৃতীয় অভিযানে ভোর সাড়ে ৫টার দিকে নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের রাশিদ মিয়ার ঘর থেকে ৩৭ বস্তা ভারতীয় চিনি জব্ধ করে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।