কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ মাওলানা মোস্তাফিজুর মারা গেছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৭:০৭ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মোস্তাফিজুর রহমান (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান মাওলানা মোস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে ও শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন। তিনি ছোট ছোট ৩ কন্যা সন্তানের জনক।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর দুপুরে পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ঘটনাটি ঘটে। ঘটনার দিন মাওলানার ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মোস্তাফিজ ও নঈম মিয়া দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
অগ্নিদগ্ধদের ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত নঈম মিয়া (৪৫) চিকিৎসাধীন আছেন।