প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যাচ্ছেন রোববার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৫:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামী রোববার যুক্তরাষ্ট্র রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া উপলক্ষে আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, অ্যাম্ব্যাসেডর-অ্যাট-লার্জ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।’
জাতিসংঘে যোগ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সফরও করবেন প্রধানমন্ত্রী জানিয়ে ড. মোমেন বলেন, ‘এ সফরে কিছু দেশ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক/আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রধানগণ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।’