মেধাবীদের দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিতে হবে …মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:১৭:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ ধারণ করে স্বপ্নের সোনার বাংলা নির্মাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। একসময় আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি, দূর্গম রাস্তা পাড়ি দিয়ে অনেক কষ্টে পড়াশোনা করেছেন। কিন্তু এখন প্রতিটি পাড়ায় পাড়ায়, এমনকি অনেক জায়গায় প্রতিটি গ্রামে-গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে।
ছাতক সমিতি সিলেট আয়োজিত কৃতী শিক্ষার্থী, সফল জনক-জননী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক সমিতি সিলেটের সভাপতি ফজর আলী’র সভাপতিত্বে ও ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মাছুম আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেট জজ কোর্টের জিপি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা চেয়ারম্যন ফজলুর রহমান, সিসিকের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোছা. নিলুফার খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ ছানাওর, আঃ হান্নান, আজমান আলী, সাবেক সভাপতি অধ্যাপক খছরুজ্জামান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যন লিপি বেগম, সমিতির সহ সভাপতি মোঃ আশরাফুর রহমান চৌধুরি, মোঃ আফজাল হোসেন, মোঃ ফয়জুল বারী, মোঃ জামাল উদ্দিন, মোঃ রকিব উল্লাহ, দবিরুল ইসলাম, শেখ নুরুল ইসলাম, আব্দুল মালেক মোঃ আবুল কাশেম, এ.টি.এম তারেক, মোঃ নুরুল হক, পীর মোহাম্মদ আলী মিলন, মোঃ আব্দুল লতিফ রিপন, আবু সালেহ এহিয়াহ, মোঃ আবুল হাসনাত ,মোঃ মিজানুর রহমান মিজান এড আসিক আলী,এড সামছুর রহমান,এডভোকেট ছায়াদুর রহমান, সফিক মিয়া,এম রশিদ আহমদ,মনিরুজ্জামান সেলিম,এড মনির উদ্দিন প্রভাষক সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক এম ফয়জুর রহমান, এড সাজ্জাদুর রহমান, মোঃ সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ তালুকদার, এস এম সেফুল, লিটন মিয়া,শাহ মোহাম্মদ শাকিল,মোঃ আব্দুল্ল¬াহ আল মামুন, শফিক নুর, আজাদ মিয়া, রাসেল আহমেদ দীপু পাবেল, হোসেন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ছাতক সমিতির সংবর্ধনা প্রাপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল দৃঢ় হবে। তারা আরো বড় স্বপ্নের জন্য নিজেদের তৈরি করবে। শিক্ষার্থীরা পর্যাপ্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাফায়েত হাসান তারেক। পবিত্র গীতা পাঠ করেন মনিশা দাশ।