দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটর সাইকেলের ধাক্কা
ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও ব্যবসায়ী হাফিজুর রশীদের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৯:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ ২ জন প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সিলেট- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদ ঘটনাস্থলেই প্রাণ হারান। চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক নগরীর দরগা মহল্লা পায়রা ৮৫ ও হাফিজুর রশীদ পায়রা ১০৮ নম্বর বাসায় বসবাস করতেন।
গোয়াইনঘাট উপজেলার সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নির্মল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার রাতে মোটরসাইকেলযোগে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন চেয়ারম্যান ইসহাক ও তার সঙ্গীয় হাফিজুর। পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সিগন্যালবিহীন একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি। তবে দুর্ঘটনার জন্য ট্রাকটির চালকের দায় রয়েছে। রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সিগন্যাল লাইট জ্বালানো ছিল না। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদের মৃত্যু সংবাদে সিলেটে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও পরিচিত মহল নিহতদের বাসা-বাড়িতে ছুটে যান সমবেদনা জানাতে। ময়না তদন্ত শেষে পুলিশ গতকাল রোববার বিকেলে লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করে। গতকাল রোববার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদের জানাজা সম্পন্ন হয়েছে। পরে তাকে দরগাহ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল আহমদ সিলেটের ডাককে জানান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের লাশ সিলেট ডায়াবেটিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। আজ সোমবার চেয়ারম্যানের ভাই ইতালি থেকে দেশে আসছেন। আজ বাদ আসর নিজ এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ওই ইউপি সদস্য আরো জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি চেয়ারম্যানের ছয়মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ ইসহাক এবং তার সাথে নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রশিদের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো, জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী পৃথক শোক বার্তায় তাদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।