কোম্পানীগঞ্জে ভাঙারির দোকানে বিক্রির সময় চোরাই ট্রাকসহ গ্রেপ্তার ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:২২:২৮ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে চুরি হওয়া একটি ট্রাক ভাঙারির দোকানে বিক্রির সময় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে টুকেরবাজার মনিরুল ইসলামের ভাঙারির দোকান থেকে চোরাই ট্রাকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর (গাছঘর) গ্রামের দুলাল মিয়ার পুত্র রুমন মিয়া রিপন ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসূলগঞ্জ গ্রামের দিনেশের পুত্র আব্দুর রহমান ওরফে রনি। এ দুজন বর্তমানে সিলেটের উপশহর পূর্ব সাদাটিকর এলাকায় বসবাস করেন।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার রাতে টুকেরবাজারে মনিরুলের ভাঙারির দোকানে একটি চোরাই ট্রাক টুকরো করা হচ্ছিল। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক আসাদুল ইসলাম, উপ-পরিদর্শক মাসুদ আহমেদ ও উপপরিদর্শক গোপেশ চন্দ্র দাশ সেখানে অভিযান চালিয়ে ট্রাকসহ এ দুজনকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তারা চোরচক্রের অন্য সদস্যদের নাম প্রকাশ করে। এ ঘটনায় গতকাল রোববার ৮ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪-৫ জনকে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।