শাহপরাণ এলাকা থেকে তরুণীর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৩:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহপরাণ থানাধীন নিপবন মণিপুরী পাড়া আবাসিক এলাকা থেকে ফাহিমা বেগম (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ফাহিমা শাহপরান থানার মৃত শহিদ মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খবর পেয়ে শাহপরান থানা পুলিশ বন্ধ ঘরের চৌকাঠের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ফাহিমাকে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে।