নির্বাচন নিয়ে পাতানো খেলা খেলতে দেবে না বিএনপি : মির্জা ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩০:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ জেগে উঠেছে, রাজপথে নেমেছে। রাজপথে এই সরকারকে পতন ঘটিয়ে ঘরে ফিরবো। আওয়ামী লীগ আবারো নির্বাচন নিয়ে পাতানো খেলা খেলতে চায়। আমরা নির্বাচন নিয়ে পাতানো খেলা খেলতে দেবো না।
ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের এক দফা দাবিতে উত্তরাঞ্চলের দুই বিভাগে তারুণ্যের রোডমার্চ করেছে বিএনপির তিন সংগঠন। রোডমার্চের দ্বিতীয় দিন বগুড়া থেকে শুরু করে রাজশাহীতে গিয়ে শেষ হয়। প্রায় ১২৯ কিলোমিটার দীর্ঘ পথে চারটি পথসভাসহ ছয়টি স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্যে বিএনপির শীর্ষ এই দুই নেতা বলেন, রোডমার্চ থেকে একটা বার্তা দিতে চাই, আসুন, জেগে উঠুন, এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করুন।
তারা আরো বলেন, আজকে জনগণের অবস্থান একদিকে, ভোটচোরেরা অন্যদিকে। ভোটচোরের আস্তানা গুড়িয়ে দিতে হবে। একই সাথে সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিএনপির এই দুই শীর্ষ নেতা।
এদিকে, রোডমার্চে যোগ দেয়ার সময় নাটোরে তিনটা স্থানে গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। সরকার দলীয় ক্যাডাররা গাড়ি ভাংচুর চালায় এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এছাড়া বগুড়া থেকে রোডমার্চ নিয়ে সিদ্দিরপুর এলাকায় এলে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
দুই দিনের রোডমার্চ শেষে রাজশাহী ঈদ গাঁ মাঠে সমাপনী সমাবেশে মির্জা ফখরুল বলেন, আজকে অস্তিত্বের প্রশ্ন, স্বাধীন ও সার্বভৌমত্ব টিকে থাকবে কিনা প্রশ্ন, গণতন্ত্র ফিরে আসবে কিনা প্রশ্ন। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আদালত, সংসদ সব কিছু ধ্বংস করে দিয়েছে। এটা করতে গিয়ে গণতন্ত্রকামী মানুষকে খুন-গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। খালেদা জিয়া এবং তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়েছে। খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দিচ্ছে না।