বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে —–বিমান প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮:০৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান এগিয়েছে। তারা এখন পিছিয়ে নেই, সরকার তাদের সর্বাধিক সহযোগিতা করেছে। কৃষি প্রণোদনায় সরকার পর্যাপ্ত গুরুত্ব সহকারে দেখছে। কৃষকরা যাতে কৃষিকাজে স্বাবলম্বী হয়। সকলের সহযোগিতায় বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, কৃষক, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও জেনারেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আবিদা খাতুন, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম রুবেল, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান আবদাল, মুহিতুর রহমান রুমন ফরাজি, মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কৃষকের মাঝে মাসকালাই প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে সার ও বীজ, মৎস্য অধিদপ্তর কর্তৃক রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের লক্ষ্যে পোনামাছ এবং সংশোধিত উন্নয়ন বাজেটের আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও জেনারেটর বিতরণ করা হয়।