দক্ষিণ সুরমায় ডাকাতির ঘটনায় বাটন ডাকাতসহ গ্রেফতার ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৯:০৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমার সিলামে ডাকাতির ঘটনায় বাটন ডাকাতসহ ২ জনকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। গত রোববার দক্ষিণ সুরমা খোজারখলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ডাকাতির সরঞ্জাম। মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- হবিগঞ্জের চুনারুঘটের কচুয়া গ্রামের ইদ্রিস আলী প্রকাশের ছেলে মো.ফজর আলী প্রকাশ বটুন ওরফে বাটন (৩৯) ও একই জেলার লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রাম (বুল্লা) গ্রামের মো. শহিদ আলী মিয়ার ছেলে মো.লুৎফুর রহমান (২৫)।
গত ১৪ সেপ্টেম্বর ভোররাতে দক্ষিণ সুরমার সিলাম টিকরপাড়া গ্রামের ইশতেকার গণি তাজেলের বাড়িতে মুখোশপরা ডাকাতরা হানা দেয়। ৮-৯ জনের ডাকাত দল বাসার গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে। এসময় তারা লোহার রড, রামদা ছুরি ও ডেগার দিয়ে বাড়ির লোকজনকে আঘাত করে ভিতি সঞ্চার করে। এতে তাজেল গুরুতর আহত হন। ডাকাত দল বাসা থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সিসি টিভির ডিভিডি রেকর্ডার, আইফোন, মোবাইল ৩টি, ১টি টিবিএস মেট্রো প্লাস মোটরসাইকেল ও ৩ লক্ষ নগদ টাকাসহ মোট ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ইশতেকার গণি তাজেল বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩/১৫০, তারিখ ১৪/০৯/২০২৩। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে গত রোববার খোজারখলা এলাকা থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বলেন, সিলাম এলাকায় ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর বাড়ির ২০০ গজ দূর থেকে ডাকাতির দুটি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।