গোলাপগঞ্জের প্রবীণ সমাজসেবী ছয়েফ চৌধুরীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:০০:৫৮ অপরাহ্ন
আজ বাদ আসর জানাজা
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জের প্রবীণ সমাজসেবী ছয়েফ উদ্দিন চৌধুরী আর নেই। তিনি গতকাল সোমবার সকাল ৮টায় আকস্মিক মৃত্যূবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর মরহুমের নিজ এলাকা উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল ঈদগা মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে, গোলাপগঞ্জের প্রবীণ সমাজসেবী ও শিক্ষানুরাগী ছয়েফ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর কাদির সাফি চৌধুরী এলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ সদরুল উল্লা চৌধুরী ও মজির উদ্দিন চাকলাদার, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, তিনি একজন সৌখিন পশু-প্রেমিক হিসেবে পরিচিত। তার বাড়িতে সাত আটটি হরিণ, উটপাখি, ইমু, ময়ূরসহ বিভিন্ন জাতের কবুতর ও টার্কি মোরগ রয়েছে।