কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ আহত ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৫:২৯ অপরাহ্ন
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা : কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহরম আলী (৫৬) ও লিয়াকত আলী (৬২) এবং আহতরা হলেন ছয়ফুল ইসলাম (৪২) ও কামরান (৩৪)।
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের রবিরবাজার-টিলাগাঁও সড়কে শাহাপুর গ্রামের কাছে একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার (থ-১২-২৬৫৭) ও একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট ১১-০৬৮১) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন সিএনজি যাত্রী নিহত ও ২ জন মরাত্মকভাবে আহত হন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ও আহতরা সকলেই টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর, লহরাজপুর, বাগরিহাল ও আশ্রয় গ্রামের বাসিন্দা। তারা রবিরবাজার থেকে সিএনজি অটোরিক্সা যোগে টিলাগাঁও যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে শাহাপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।