চুরি শেষে দোকানে আগুন ধরিয়ে দিলো চোর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩:২৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জে চোরের দেয়া আগুনে একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে টুকেরবাজারে স্কুলের পূর্বগলিতে চৌধুরী বস্ত্র বিতানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানের মালিক মোবারক হোসেন বিল্লালের দাবি, ‘চুরি ও অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তালা ভেঙে দোকানে প্রবেশ করে সংঘবদ্ধ চোরেরা এ অগ্নিকান্ড ঘটিয়েছে। বেরিয়ে যাওয়ার সময় দোকানে আগুন ধরিয়ে দেয় তারা। ভোর সাড়ে ৪টায় এসে কয়েকজনকে আগুন নেভাতে দেখি। তখন শাটারের পাশে তালা এবং একটি কাটার দেখতে পাই। এ নিয়ে থানায় অভিযোগ দিতে চেয়েছি। কিন্তু ওসি জিডি করতে বলায় জিডি করেছি।’
তিনি আরও বলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলা থেকে এসে ২০১৪ সাল থেকে টুকেরবাজারে কাপড়ের ব্যবসা করছেন মোবারক হোসেন। তিনি কোম্পানীগঞ্জ ও ছাতক উপজেলাসহ বিভিন্ন বাজারে পাইকারি কাপড় বিক্রি করেন।
টুকেরবাজারের বিসমিল্লাহ কসমেটিকস এর মালিক বাবুল মিয়া জানান, ফজরের নামাজ পড়তে বের হয়ে তিনি আগুন দেখেন। কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় শাটারের তালা খোলা দেখতে পান তিনি।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নবকুমার সিংহ জানান, ভোর পৌণে ৫টায় আগুন লাগার খবর আসে। আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার মতে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তাই জিডি নেয়া হয়েছে।