গোয়াইনঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আকিকুর রহমান আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৮:১২ অপরাহ্ন
প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আকিকুর রহমান আর নেই। গতকাল সোমবার সকাল ১০টায় তিনি হবিগঞ্জস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী এবং ছাত্রছাত্রী রেখে গেছেন। স্ত্রী হামিদা খাতুন সদ্য অবসরপ্রাপ্ত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। একমাত্র ছেলে স্পেনে বসবাস করে এবং মেয়ে রাজশাহীতে চাকুরিরত।
আকিকুর রহমান’র মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
অন্য শোকজ্ঞাপনকারীরা হলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দে, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী ও উপাধ্যক্ষ কামরুল আহমেদ শেরগুল, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার, এম সাইফুর রহমান বিজনেস এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, শিক্ষানুরাগী গোলাম রব্বানী ফারুক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ প্রমুখ।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।