জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা
খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ——– খন্দকার মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৬:২৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। চিকিৎসকরা তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দিলেও সরকার তাকে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না। খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তিনি বলেন, সীমাহীন দুর্নীতি-লুটপাট, বিদেশে অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। লুটপাট অব্যাহত রাখতে ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও লুটেরা গোষ্ঠীর হাত থেকে দেশ রক্ষায় বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশবাসী বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা আগামীকাল বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হওয়া রোড মার্চ বিকেল ৪টায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশে মিলিত হবে। সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন, সকল উপজেলা-পৌর এবং মহানগরীর সকল ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য আহবান জানান বক্তারা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: শাখাওয়াত হাসান জীবন বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে।
বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লাগাতার আন্দোলন করছে। দেশবাসীকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে অক্টোবর মাসের মধ্যেই স্বৈরাচার সরকারের পতন হবে। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলের কেন্দ্রীয় কর্মসূচিসহ স্থানীয়ভাবে নেয়া সকল রাজনৈতিক কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃষ্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সম্মিলিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমেদ সোলায়মান চেয়ারম্যানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় সাম্প্রতিককালে সিলেটে বিএনপির যেসব নেতা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এর পর গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা এবং নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনায়েদ আহমদ ও আনসার আলীকে ফিরে পাওয়ার জন্য মোনাজাত করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ওসমান গণি। সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়। সভায় জেলা বিএনপির দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনের গৃহীত কার্যক্রমের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি