গোয়াইনঘাটে প্রবাসীর ২শ’ চারাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৪:৩৪ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ গোয়াইনঘাটে প্রবাসীর রোপণ করা ২শ’ চারাগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোয়াইন-রাধানগর সড়কের পাশে তিতারাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী গোলাম কুদ্দুস কামরুলের ছোট ভাই আব্দুল্লাহ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের মরহুম আব্দুস সালামের পুত্র যুক্তরাজ্য প্রবাসী গোলাম কুদ্দুস কামরুল গোয়াইন-রাধানগর সড়কের পাশে ক্রয়কৃত ভূমিতে একটা ফিসারি করে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। গতকাল ভোর রাতে দুর্বৃত্তরা এসব গাছের চারা উপড়ে ও কেটে ফেলে।
প্রবাসী কামরুল ফোনে জানান, জমি ক্রয় করার পর থেকে একটি মহল বিভিন্নভাবে হয়রানি করে আসছে এবং ঐ কুচক্রী মহল গাছের চারা উপড়ে ও কেটে ফেলেছে। তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং পুলিশের কাছে দোষীদের সনাক্ত করে শাস্তির দাবি জানান।