কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ যারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৮:৫১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ কাব শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নির্বাচন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাছাই কমিটির সভাপতি লুসিকান্ত হাজং এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেরাদের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন চিলাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনি লাল দাস। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বপ্না ঘোষ। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিপন আহমেদ ও রওশন আরা বেগম। শ্রেষ্ঠ বিদ্যালয় মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ এসএমসি গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা আক্তার।