এমসি কলেজ হোস্টেলে বহিরাগত ছাত্রলীগ নেতা-কর্মীদের ভাঙচুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৩:৫৫:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এমসি কলেজ হোস্টেলের একটি ব্লকে ভাঙচুর করেছে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে এ ভাঙচুর করা হয়েছে। বহিরাগতদের নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এক নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে হোস্টেলে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেন।
কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, খবর পেয়ে হোস্টেল সুপারসহ ঘটনাস্থলে ছুটে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের হোস্টেল থেকে বের করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে. হোস্টেলে থাকা শিক্ষার্থীরা জানান, সম্প্রতি এমসি কলেজের হোস্টেলে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পায়। এ নিয়ে গত সোমবার রাতে হোস্টেলের কয়েকজন শিক্ষার্থীর সাথে কয়েকজন বহিরাগত যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল নামের এক বহিরাগত যুবক ছুরি দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা বহিরাগত যুবকদের ধাওয়া দিয়ে রাসেলকে আটকিয়ে উত্তম-মধ্যম দেন। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এক নেতার নেতৃত্বে ১০-১৫ জন বহিরাগত হোস্টেলের শহীদ শ্রীকান্ত ব্লকে হামলা ও ভাঙচুর চালায়।
এ প্রসঙ্গে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ বলেন, হোস্টেলে যারা থাকে তাদের সাথে অনেক সময় বহিরাগতরা আসে। এ নিয়ে গত সোমবার রাতে একটু কথা কাটাকাটি হয়েছিল একজনের। এরই জের ধরে মঙ্গলবার একটু উত্তেজনা ও হোস্টেলের দরজা জানালার গ্লাস ভাঙচুর হয়েছে। পরে সেটা আমরা মিটমাট করে দিয়েছি। তিনি জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন এমসি কলেজ অধ্যক্ষ।