আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩১:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় এসএমপি সদর দপ্তর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসএমপির পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে সভায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামন্ডপে সিসি ক্যামেরা বাসানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ আশ্বাস দেন পুলিশ কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার
(ট্রাফিক) মো. আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার (সিআইডি, সিলেট) সুজ্ঞান চাকমা, দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার এবং অন্যান্য অফিসারবৃন্দ।
সভায় পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, বিপিএম(বার), পিপিএম সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপনের জন্য মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।