দোয়ারাবাজারে সংবর্ধনা
মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই ॥ এমপি মানিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯:৫৬ অপরাহ্ন
দোয়ারাবাজার থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘বর্তমান সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামী দিনে গ্রামকে শহরে রূপান্তরিত করার বৃহৎ পরিকল্পনা রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখার বিকল্প নেই।’
গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজকে এমপিওভুক্ত করায় এলাকাবাসী কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এমপি মানিক আরো বলেন, দোয়ারাবাজার উপজেলার বোগলা রুছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজকে এমপিওভুক্তিকরণসহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুর্গম সীমান্ত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ইতোমধ্যে বাগানবাড়ি বর্ডার হাট চালু এবং বাঁশতলা হকনগর এলাকাকে একটি পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হিসেবে আছি, আগামীতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।’
বোগলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজ মাঠে গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও প্রভাষক আবু বকর সিদ্দিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, উপজেলা আ’লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সাবেক সভাপতি তৈয়ব আলী মাস্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, গভর্ণিংবডির সাবেক সভাপতি আ,স,ম শফিকুল আলম ছালেক, হাবিবুর রহমান শেখচান, স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, জাফর আলী খান, ইউপি সদস্য ও যুবলীগ নেতা বুলবুল মিয়া, ইদ্রিস আলী, সামছুল হক, রেজাউল করিম, ইউসুফ আলী প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বাংলাবাজার, বোগলাবাজার ভায়া হকনগরবাজার ৭৫ মি. রাস্তায় পিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।