গবাদিপশুর উন্নয়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০:২৩ অপরাহ্ন
জোর করে শান্তি রাখা যায় না, এইটা কেবল অনুধাবন করার মাধ্যমেই অর্জিত হতে পারে। -অ্যালবার্ট আইনস্টাইন।
চিকিৎসার অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ গবাদি পশু বিনষ্ট হচ্ছে। জানা গেছে, বিভিন্ন রোগব্যাধিতে ২০ শতাংশ গবাদি পশু মারা যায়। স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে এ মৃত্যু রোধ করা সম্ভব। তাছাড়া, কার্যকরি টিকার অভাবে বছরে প্রায় চার হাজার কোটি টাকার প্রাণিসম্পদ নষ্ট হয়।
ইতোপূর্বে সরকারের বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুধ উৎপাদনেও অগ্রগতি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে দেশে মাংস উৎপাদন হয়েছে ৮৪.৪০ লাখ টন। আর ডিম উৎপাদন হয়েছে দুই হাজার ৫৭.৬৪ কোটি। স্বাধীনতার পর থেকে এপর্যন্ত মাংস উৎপাদন ১৫ গুণ বেড়েছে। ডিমের উৎপাদন বেড়েছে ১২ গুণ। অর্থাৎ গত এক যুগে প্রাণিজ আমিষের প্রধান উৎস দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক। বর্তমানে বাজারে দুধ, ডিম, মাংসের দাম মানুষের ধরা ছোঁয়ার বাইরে। নানা কারণে প্রাণিসম্পদ বিপর্যস্ত। প্রথমত খাদ্যের অভাব, দাম বৃদ্ধি, দ্বিতীয়ত অসুখ বিসুখ-সব মিলিয়ে প্রাণিসম্পদের পরিমাণ দিন দিন কমছে। তাছাড়া, রয়েছে চিকিৎসা সংকট। জানা গেছে, সারা দেশে সাত শ’র বেশি পশু চিকিৎসকের পদ খালি রয়েছে। সার্জন নেই বললেই চলে। অনেক হাসপাতালে আয়া, বুয়া চতুর্থ শ্রেণির কর্মচারিরা রোগাক্রান্ত পশুর অস্ত্রোপচার করে। সাধারণত গরু, ছাগল ও মহিষের তড়কা, গলাফুলা, বাদলা, খুরা, জলাতঙ্ক, বসন্তসহ নানা ধরনের রোগ হয়। এর বাইরেও গবাদি পশু হঠাৎ অজানা রোগে আক্রান্ত হয়। এতে অনেক পশু মারা যায়।
উল্লেখ করা যেতে পারে, পোল্ট্রি শিল্প দেশে বেশ সম্ভাবনাময় শিল্প হিসেবে স্বীকৃত। কিন্তু ফিড সংকটসহ নানা কারণে এই শিল্প আজ হুমকির মুখে। গবাদিপশুর ক্ষেত্রেও একই সমস্যা। গৃহস্ত ঘরে এখন গরু ছাগল লালন পালনের সংস্কৃতি ওঠে যাচ্ছে। এই অবস্থায় সরকারের দায়িত্ব হচ্ছে-প্রতিটি ঘরে গরু ছাগল প্রতিপালনে মানুষকে উদ্বুদ্ধ করা এবং গবাদিপশু ও হাঁস মুরগির চিকিৎসা নিশ্চিত করা। সব পশু হাসপাতালে চিকিৎসক সংকট দূর করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সামগ্রির ব্যবস্থা করতে হবে।