ওসমানীনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সিতাব আলী ॥ মামলা দায়ের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৭:৪৮ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: ওসমানীনগরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সিতাব আলী (৬০) সিলেট এমএজি ওসমানী হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়ার দশমাইল এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় আহতের ছেলে জিয়াউল করিম বাদি হয়ে গত বৃহস্পতিবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের কাপন খালপাড়া গ্রামের কামাল খান ও তার ভাই কামরুল খান এবং নিজ কুরুয়ার বশির মিয়া ও তাদের সহযোগীরা বেশ কিছু দিন ধরে সিতাব আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ঘটনার দিন সকালেও বাড়িতে এসে চাঁদা দাবি করার পর সিতাব আলী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করেন। এ সময় প্রতিপক্ষ হুমকি দিয়ে চলে যায়। ঐদিন সন্ধ্যায় সিতাব আলী মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে বাড়ির নিকটবর্তী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অভিযুক্তরা হামলা চালায়। এ সময় কামাল তাকে ছুরিকাঘাত করলে তার পেটের নারীভুড়ি বেড়িয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই লুঠিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। আসামীদের নামে ওসমানীনগর থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
সিতাব আলীর মামা সানিক মিয়া ও শ্যালক আবুল হোসেন বলেন, আসামীরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যেই সিতাব আলীকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে।
তারা আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ না পেলেও আমরা দুষ্কৃতকারীদের ধরতে তৎপর রয়েছি। এদের বিরুদ্ধে থানায় আরো একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।