সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলা, আহত ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৩, ৪:৫৫:৪৮ অপরাহ্ন

২৪ ঘণ্টার আল্টিমেটাম, অভিযোগের আঙ্গুল বিএনপি’র দিকে, আনোয়ারুজ্জামান চৌধুরীর নিন্দা
স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে নাট্যকর্মীদের রিহার্সেল চলাকালে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে হামলার অভিযোগ করেছেন সংস্কৃতি কর্মীরা। এতে অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে সংস্কৃতি কর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করার আল্টিমেটাম দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নগরের কিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো এই স্থাপনাটিতে হামলা চালানো হয় বলে অভিযোগ সংস্কৃতি কর্মীদের। এজন্য তারা বিএনপি নেতা-কর্মীদের দায়ী করেছেন।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন-নাট্য সংগঠক বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, আবদুল কাইয়ুম, হুমায়ুন কবির, নাহিদ পারভেজ, রজত কান্তি গুপ্ত, আমানুজ গুপ্ত ও শান্ত পালসহ ১০জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত জানান, সংস্কৃতিচর্চার জন্য বৃহস্পতিবার উদ্বোধন হবার কথা ছিল সারদা ভবনের। এ উপলক্ষে এদিন থেকেই সারদা হল মিলনায়তনে তিনদিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। আর সেই নাট্য উৎসবের উদ্বোধনের রিহার্সেল চলাকালে বিকেল ৫টার দিকে একদল যুবক মহড়া কক্ষে ঢুকে পড়ে। তারা সংস্কৃতি কর্মীদের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। একপর্যায়ে তারা তাদেরকে বিতাড়িত করেন। এরপর এসব যুবক সুরমা মার্কেট এলাকায় সংগঠিত হতে তাকে। সংস্কৃতি কর্মীরাও রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় এসব যুবক তাদেরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তিনি বলেন, বৃহস্পতিবার সিলেটে বিএনপির রোডমার্চ ছিল। হামলাকারী কয়েকজন যুবক বিএনপির দলীয় গেঞ্জি পরিহিত ছিল। এ কারণে তারা ধারণা করছেন, বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা সংস্কৃতিচর্চার বিপক্ষের লোক বলে তার মন্তব্য। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৬টায় প্রতিবাদ মিছিল বের করেন সংস্কৃতিকর্মীরা। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় তাদের আল্টিমেটাম শেষ হবে। এরপর তারা বৈঠকে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
এদিকে, ঘটনার পরপরই সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন ও উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলেন তারা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সংবাদ মাধ্যম বলেন, ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলায় অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভৈরব থেকে সিলেট পর্যন্ত ১৬০ কিলোমিটার রোর্ডমার্চ কর্মসূচি পালন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী এতে নেতৃত্ব দেন।
আনোয়ারুজ্জামান চৌধুরীর নিন্দা
সিলেট মহানগরীর সারদা স্মৃতি ভবনে বিএনপি’র মিছিল থেকে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এই ঘটনাকে শুদ্ধ সংস্কৃতির উপর আঘাত হিসেবে মন্তব্য করে তিনি বলেন, সিলেটের সংস্কৃতি অঙ্গনে হামলার মতো এমন ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না। সংস্কৃতি চর্চায় যারা বাধা দেয়, তারা কখনোই দেশের অগ্রগতি চায় না।যারা এই ঘটনা ঘটিয়েছে তারা যেই হোক, তাদের খুুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তিনি। এছাড়া, জাসদের পক্ষ থেকেও এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।