সিলেট জেলা ও মহানগর খেলাফত মজলিসে বিক্ষোভ
‘অবিলম্বে আল্লামা মামুনুল হককে মুক্তি দিন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৪:২৮:৩১ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ উলামায়ে কেরামদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর খেলাফত মজলিস। গতকাল শুক্রবার বাদ জুম্মা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হুসাইন।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাহবুবুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা: মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির আহমদ, মহানগর বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুননুর, জেলা অফিস সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, মহানগর অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মুহাম্মদ শাব্বির আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি