দিরাইয়ের তাড়ল ইউপিতে উন্নয়ন ও শান্তি সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৩:২১:০১ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ধল বাজার হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমীন চৌধুরী। এসময় তিনি বলেছেন, শেখ হাসিনার হাত ধরে দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত হবে। দিরাই শাল্লাও এর অংশীদার হবে এই প্রত্যয় নিয়েই আমি আগামী নির্বাচন করার ঘোষাণা দিয়েছি। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেই প্রার্থী হিসেবে কাজ করছি।
নেত্রীর নির্দেশ পেয়েই দলের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ নেতা মনোহর মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহিত মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হুমায়ুন রশিদ লাভলু, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রমুখ।