আল কোরআন শিক্ষা পরিষদ সিলেটের ক্বিরআতে সাব’আর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৩:২২:২৮ অপরাহ্ন
আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে ৩ দিনব্যাপি ক্বিরআতে সাব’আর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর দরগাহ মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সাজেদুল করীম।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ও প্রধান বক্তার বক্তব্য রাখেন আল আযহার বিশ্ববিদ্যালয় মিশরের হাফিজ মাওলানা এস এম আমানাত উল্লাহ হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যাপক ফরিদ আহমদ।
বক্তব্য রাখেন মাওলানা ক্বারী উমর ফারুক, মাওলানা ক্বারী হোসাইন আহমদ ইছলা, হাফিজ মাওলানা ছহুল আহমদ, মাওলানা সালমান আহমদ, ক্বারী ছুহাইল আহমদ, ক্বারী মাহমুদ হাছান নোমানী, ক্বারী ইঞ্জিনিয়ার লোকমান আহমদ, মাওলানা হোছাইন, তারেক চৌধুরী, হাফেজ ক্বারী আরিফুল ইসলাম প্রমুখ।এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমদ, ইকরাম, মারিয়া, তানহা ও মাহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতার সাথে মহাগ্রন্থ আল কোরআন পড়তে প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই। তিন দিনব্যাপি ক্বিরআতে সাব’ আর প্রশিক্ষণ কর্মশালা থেকে শিক্ষা গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা কোর আনের খেদমতে ভূমিকা রাখবেন।
বক্তারা কর্মশালার আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা গ্রহণ করতে হবে। আদর্শ জীবন গঠনে সকল শিক্ষার পাশাপাশী ইসলামিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা বলেন, ইসলামিক শিক্ষার মাধ্যমে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের আলোয় শিক্ষার্থীদের শিক্ষিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বক্তারা মহাগ্রন্ত আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।-বিজ্ঞপ্তি