সিলেটে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব
‘সত্য ও যুক্তি না থাকলে সমাজ পশ্চাৎপদে যাবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৪:০৭ অপরাহ্ন
সিলেটে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসবে সুনামগঞ্জের এইচ এম পি উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। ‘যোগ দাও যুক্তির মেলায়’ প্রতিপদ্যে শুক্রবার সকাল থেকে সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ উৎসব অনুষ্ঠিত হয়। রানার্সআপ হয়েছে সিলেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
বিতর্কের মূল স্ক্রিপ্ট হচ্ছে সত্য ও যুক্তি। সত্য ও যুক্তি না থাকলে সমাজ পশ্চাৎপদে যাবে। যে পশ্চাৎপদতা নেমে এসেছিল ইউরোপে। ইউরোপের ‘রেনেসাঁ’ পুনর্জাগরণ হয়েছিল মুক্ত চিন্তা, সত্য ও যুক্তির মাধ্যমে।
বিকেলে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম আলো শুধু একটি পত্রিকা নয় একটি প্রতিষ্ঠান। প্রথম আলোর শিক্ষাপাতা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। সে সঙ্গে প্রথম আলো এসিড সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায়। অপর অতিথি সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিতর্কের বিতার্কিকের বক্তব্য হবে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্যতা। যুক্তি নির্ভর মানুষ মিথ্যাকে না বলে।
সমাপনী পর্বে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, মু. আনোয়ার হোসেন রনি ও প্রণবকান্তি দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট প্রথম আলো বন্ধুসভার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারহানা হক। সমাপনী পর্বে অতিথিদের বক্তব্য শেষে উৎসবের বিজয়ী ও রানারআপদের নাম ঘোষণা করেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ।
উৎসবে চ্যাম্পিয়ন হওয়া এইচ এম পি উচ্চ বিদ্যালয় দলে ছিল ইমতিয়াজ আহমেদ, নাজমুল সালেহিন, এহতেশাম ইসলাম সৌমিক, ও ছাত্র মোয়াজ মাহমুদ। রানার আপ দল আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ দলে ছিল রিয়াসা জাহান নুহা, ফাহিমা সুলতানা, সামিয়া পাঠান ও অর্পিতা হাওলাদার।
উৎসবে বারোয়ারি বিতর্কে বিজয়ী হয় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া বসরি প্রিয়ন্তি।
এ ছাড়া উৎসবে দুটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা হয়। নি¤œমাধ্যমিক কুইজে প্রথম হয় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুত্তকি বিন মসিউর, সিলেট সরকারি মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আনিশা রহমান, তৃতীয় হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র হুসাইফা আহমেদ লাবীব।
মাধ্যমিক কুইজে প্রথম স্থান অধিকার করে শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র হাম্মাদ সাফওয়ান, দ্বিতীয় হয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হিমেল রায়, তৃতীয় হয় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাদিহা আক্তার তানিয়া।
এর আগে সকালে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন, সিলেট মেজরটিলা স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।
সকাল থেকেই বিভিন্ন স্কুলের বিতার্কিকেরা উৎসবে আসতে শুরু করে। উদ্বোধনের আগে তারা বিতর্কবিষয়ক আড্ডায় মেতে ওঠে অগ্রগামী বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে। উৎসবে সিলেট ও সুনামগঞ্জের ১০টি স্কুল অংশ নেয়। এগুলো হলো- সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ শাহী ঈদগাহ শাখা, শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, ব্রিটিশ বাংলাদেশ স্কুল, সুনামগঞ্জের এইচ এম পি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের যুগ্ম জেলা জজ আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, মু. আনোয়ার হোসেন রনি, জাফর সাদেক শাকিল, সাইদুর রহমান ভূঞা, হুমায়ুন কবির জুয়েল ও প্রণবকান্তি দেব, বিতার্কিক সাকিব সাদমান, পান্না দাস, দীপ্ত দেব ।
উৎসবের শেষ পর্বে বিজয়ী দল ও প্রতিযোগীদের পুরস্কার, সনদপত্র তুলে দেওয়া হয়। সিলেট আঞ্চলিক বিতর্ক উৎসবে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে। উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। বিতর্ক অনুষ্ঠিত হয়েছে সনাতন পদ্ধতিতে।