খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে বিএনপির দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৩:২৬:০৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে গোয়াইনঘাট উপজেলা বিএনপি। শুক্রবার বাদ জুমআ উপজেলার স্থানীয় একটি মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী। মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল করিম শিকদার, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির মানবধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, উপজেলা বিএনপি নেতা রিয়াজ মেম্বার, জিএম শফিক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন মেম্বার, বিএনপি নেতা আব্দুল মান্নান মেম্বার, আতিক আহমেদ, তারা মিয়া, হরমুজ আলী, মহসিন উদ্দিন, উপজেলা যুবদল নেতা ওয়ারিস উদ্দিন, খান মোঃ ইয়াহিয়া, আক্তার ফারুক, আজমল উদ্দিন, ফখরুল ইসলাম রুমেল, হেকিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান, আলম উদ্দিন, ছাত্রদল নেতা নাসিম আহমেদ, ফরহাদ, তামিম ও আব্দুল হাকিম প্রমুখ।-বিজ্ঞপ্তি