শাল্লা বিএনপির জনসভা
শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না ——————-নাসির উদ্দিন চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩২:০১ অপরাহ্ন
সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা দিনের ভোট রাতে দিয়ে বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। সুষ্ঠু-অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনে প্রধান বাধা শেখ হাসিনা। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। অবিলম্বে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সুনামগঞ্জের শাল্লা উপজলার শাল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাবুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, ব্যারিষ্টার মাহাদিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ-সভাপতি মাহবুব সোবহান চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি