বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. খলিলুর রহমানের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৩:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশবরেণ্য শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) রসায়ন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খলিলুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার বনানী ডিওএইচএস-এর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার
সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যাপক ড. খলিলুর রহমান ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত শাবি’র রসায়ন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন এ বিভাগের একজন আইকনিক শিক্ষক। অবসর গ্রহণের পর সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রফেসর খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।