সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪৪:৫১ অপরাহ্ন

ডাক ডেস্ক : আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ, ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা। কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে এবং সিলেট জেলা আওয়ামী লীগের আওতাধীন সকল সাংগঠনিক উপজেলায় অনুরূপ কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।